Apan Desh | আপন দেশ

রাজধানীতে নারীর প্রতি হামলাকারী সেই রাসেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ১০ মার্চ ২০২৫

রাজধানীতে নারীর প্রতি হামলাকারী সেই রাসেল গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে সড়কে ভাসমান নারীদের প্রতি সহিংসতার সৃষ্টির অভিযোগে রাসেল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএমপি নারীর প্রতি সহিংসতার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য অপরাধমূলক কার্যক্রমেও অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী রাসেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

আরওপড়ুন<<>>এবার ঈদে পাওয়া যাবে না নতুন টাকা

উল্লেখ্য, গত ২৯ আগস্ট শ্যামলী স্কয়ারের সামনের সড়কে রাসেলকে লাঠি হাতে দৌঁড়ে দৌঁড়ে নারীদের পোটাতে দেখা যায়। এ সময় রাসেল বিভিন্ন ধরনের কটূক্তিসহ সহিংস আচরণ করেন। পরে সেসব ঘটনার ভিডিওধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে ওই যুবককে গ্রেফতারের দাবি তোলেন। সেই ঘটনার প্রায় সাত মাস পর আজ রাসেলকে গ্রেফতার করা হলো।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়