Apan Desh | আপন দেশ

শাসকরা মালিক নয়, সেবক হবেন: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৬, ১০ মার্চ ২০২৫

আপডেট: ২২:০৬, ১০ মার্চ ২০২৫

শাসকরা মালিক নয়, সেবক হবেন: ডা. শফিকুর রহমান

রাজধানীর ইব্রাহীমপুরে ইফতার মাহফিলে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শাসকরা মালিক হবেন না সেবক হবেন। আমরা ক্ষমতায় গেলে এমন বাংলাদেশই গড়তে চায়।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইব্রাহীমপুরে মনিপুর স্কুল মিলনায়তনে কাফরুল থানা দক্ষিণ জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমীর বলেন, মাহে রমজানের প্রকৃত শিক্ষা আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। এ মাসের বরকতকে কাজে লাগিয়ে সবাইকে আত্মগঠন ও তাকওয়া অর্জনে ব্রতী হতে হবে।

আরওপড়ুন<<>>‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু-অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য’

ডা. শফিকুর রহমান বলেন, দেশে এখন আল্লাহর আইন চাই, অন্যসব ভাইদের আইন দেখা হয়ে গেছে। যে দল ঈমানদারীর সবচেয়ে কাছাকাছি, নির্বাচনে সে দলকে বাছাই করতে আহবান জানান তিনি।

জামায়াতের আমীর আরও বলেন, যাদের মুখের কথার সঙ্গে কাজের মিল বেশি থাকবে জাতি তাদেরকেই বেছে নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর অধ্যাপক আনোয়ারুল করিম। এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়