Apan Desh | আপন দেশ

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:১৭, ১০ মার্চ ২০২৫

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন

সংগৃহীত ছবি

রাজধনীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ ছিলেন মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়া। তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে শান্তিনগর এলাকায় থাকতেন। তবে কিছুদিন আগে তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে থাকতেন। সে বাসায় একাই ছিলেন বলেও জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্র বলছে, হত্যাকাণ্ডে একদল দুর্বৃত্ত জড়িত। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেটি তদন্ত চলছে। 

কলেজের রেজাউল রায়হান নামের সাবেক এক শিক্ষার্থী বলেন, সাইফুর রহমান স্যারকে কে বা করা সোমবার ভোর রাতে সেহরীর সময় দেশি অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করা হয়েছে। তার গলায় ও মাথায় রামদার কোপের দাগ রয়েছে। হাসপাতালে শিক্ষকরা থাকলেও কেউ থানার সহযোগিতা নেয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন>>>মার্কেট দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

হত্যার বিষয়টি নিশ্চিত করে উত্তরাখান থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, সোমবার রাতে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়