Apan Desh | আপন দেশ

ছাত্রলীগ নেতার ছত্রছায়ায় হিযবুত তাহরীরের মিছিল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:১৩, ১১ মার্চ ২০২৫

আপডেট: ১৬:০৪, ১১ মার্চ ২০২৫

ছাত্রলীগ নেতার ছত্রছায়ায় হিযবুত তাহরীরের মিছিল

ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সম্প্রতি তাদের বড় জমায়েত আইনশৃঙ্খলা বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে। 

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ছাত্রলীগের সাবেক নেতাদের কোচিং সেন্টার থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মিছিলে পাঠানো হয়। মোহাম্মদপুরের তিন কলেজের চার ছাত্র লোক জমায়েতে নেতৃত্ব দেয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনটি ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। প্রবাসীদের ইন্ধনে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদেশ থেকে বিপুল অর্থ আসছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

শুক্রবার (০৭ মার্চ) বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি প্রকাশ্যে আসে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলেও তালিকাভুক্ত ৭১২ সদস্যের হদিস পাওয়া যাচ্ছে না। পুলিশ জানায়, সংগঠনটির অন্তত ১৫ হাজার সদস্য রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সরকার হিযবুত তাহরীরের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে।

হিযবুতের কর্মসূচিতে ছাত্রলীগের সাবেক নেতাদের কোচিং সেন্টার থেকে শিক্ষার্থীদের পাঠানো হয়। ‘আইটিজেড একাডেমিক কোচিং’ নামে একটি প্রতিষ্ঠান সন্দেহভাজন। স্থানীয়রা জানিয়েছেন, কোচিং সেন্টারটি পরিচালনায় ছাত্রলীগের সাবেক নেতা আবু রায়হান যুক্ত ছিলেন। আরও দু’জন ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন>>>গণ-অভ্যুত্থানবিরোধী শক্তির ছদ্ম-যুদ্ধ চলছে: তথ্য উপদেষ্টা

‘মার্চ ফর খিলাফাহ’ গ্রুপের তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরের তিন কলেজের চার শিক্ষার্থী এ জমায়েতের নেতৃত্ব দেয়। এদের মধ্যে তানিম শিকদার শিহাব (সেন্ট যোসেফ কলেজ), কাব্য আহমেদ (মোহাম্মদপুর সরকারি কলেজ), মুনতাসীর অয়ন ও আসাদুজ্জামান নুর (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ) রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে কাউন্টার টেররিজম ইউনিট গ্রেফতার করেছে।

গোয়েন্দা সূত্র জানায়, হিযবুত তাহরীরের অর্থ সহায়তাকারীদের মধ্যে লন্ডন, পাকিস্তান, হংকং ও আমেরিকার নাগরিক রয়েছেন। সংগঠনটি বিভিন্ন দেশে সক্রিয়। তবে ২৩টি দেশে নিষিদ্ধ। বাংলাদেশেও ২০০৯ সালে সংগঠনটি নিষিদ্ধ করা হয়।

হিযবুত তাহরীর পোস্টার ও লিফলেটের মাধ্যমে প্রচার চালাচ্ছে। পোস্টারে পশ্চিমা সাম্রাজ্যবাদ, আইএমএফ ও বিশ্বব্যাংকের সমালোচনা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সংগঠনটি থামানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। পলাতক নেতাদের ধরতে অভিযান চলছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়