Apan Desh | আপন দেশ

‘জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ্ত করা সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ১১ মার্চ ২০২৫

আপডেট: ২১:৫৩, ১১ মার্চ ২০২৫

‘জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ্ত করা সম্ভব নয়’

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ্ত করা সম্ভব নয়। দেশবিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের বিপদ এখনও কাটেনি।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, আমাদের নানা বিষয়ে নীতিগত বিরোধ হতে পারে, নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, দেশ বিরোধী শক্তি এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্য, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া ব্যবসায়িক শ্রেণি ও ষড়যন্ত্রকারীরা নানা বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে।

এনসিপি আহবায়ক বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন অভ্যুত্থানের মধ্যেই আমাদের তৈরি হয়েছে। আমরা সে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই বারবার বলছি। আমরা এর সঙ্গে বলছি ফ্যাসিবাদীদের যারা দোষী তাদের দ্রুত বিচার। আমাদের সবার প্রত্যাশা দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই। জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরওপড়ুন<<>>এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

নাহিদ ইসলাম আরও বলেন, আমি পাশাপাশি বলছি, বর্তমান সরকার জাতীয় কমিশনের মাধ্যমে তাদের যে জুলাই সনদ, সে জুলাই সনদের দ্রুত কার্যক্রম আমরা দেখতে চাই। সে বিষয়ে আমরা সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করব। আমরা চাই সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি আরও যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম রয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাদেশের মাধ্যমে সেগুলর দ্রুত বাস্তবায়ন করতে।

এনসিপি আহবায়ক বলেন, আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্ব উপস্থাপনের চেষ্টা করছে। তাই সন্ত্রাসী ও উগ্রবাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে। সরকারের পক্ষ থেকে এবং আমাদের সামাজিক ও রাজনৈতিক জায়গা থেকেও সে অবস্থান দেখাতে হবে।

ইফতারে মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতারা, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইসলামি দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়