Apan Desh | আপন দেশ

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ মিথ্যা: আইএসপিআর

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:০৯, ১২ মার্চ ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ মিথ্যা: আইএসপিআর

ফাইল ছবি

বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। মঙ্গলবার (১১ মার্চ) রাতে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর। 

বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে।

উদ্বেগ প্রকাশ করে আইএসপিআর বিবৃতিতে জানায়, ওই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হচ্ছে।

আইএসপিআর বলেছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে আমরা সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতের দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া, কিছু অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এ মিথ্যাচার প্রচারে যুক্ত হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছুই নয়।

আইএসপিআরের বিবৃতিতে ভারতীয় গণমাধ্যমকে ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে এসব গণমাধ্যম সেনাবাহিনী সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করে যথাযথ মন্তব্য ও তথ্য প্রকাশেরও অনুরোধ জানানো হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়