Apan Desh | আপন দেশ

ধর্ষণবিরোধী পদযাত্রা: পুলিশের ওপর হামলায় ১২ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪০, ১২ মার্চ ২০২৫

ধর্ষণবিরোধী পদযাত্রা: পুলিশের ওপর হামলায় ১২ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীতে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে রমনা থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে এ মামলায় আসামি করেছে পুলিশ। 

বুধবার (১২ মার্চ) রমনা থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা হিসেবে আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন, অংঅং মারমা (২৫), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি সুমাইয়া শাহিনা (২৫), জবি ছাত্র ইউনিয়নের আদ্রিতা রায় (২৩), ছাত্র ফেডারেশনের আরমান (৩০), বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু (২৮),বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান (২৫), বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড (২৬), ছাত্র ফেডারেশনের হাসান শিকদার (২৫), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (ঢাবি) সীমা আক্তার (২৫), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌকত আরিফ (২৬), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈন আহাম্মেদ (২৪) এবং গণত্রান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মদ চৌধুরী (২৫)। এছাড়া ৭০/৮০ জন অজ্ঞাতনামা আসামি।

আরওপড়ুন‘আ. লীগের ধূর্ত কর্মীরাই এখন বিএনপিসহ বিভিন্ন দলে ঢুকে পড়েছে’

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়। এ সময় ওই পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করে।

এ নিয়ে বাগ্‌বিতণ্ডা চলাকালে বিক্ষোভে অংশ নেয়া নারীদের নখের আঁচড়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এছাড়া রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম ছাড়াও দুইজন নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়