Apan Desh | আপন দেশ

‘আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ১৪ মার্চ ২০২৫

‘আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান। কারণ তাদের একটি সমুদ্র আছে। যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সামুদ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্রতীর রয়েছে এবং চট্টগ্রামের সমুদ্রতীরের যে কোনো স্থানে সমুদ্রবন্দর নির্মাণ করা সম্ভব।

কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র।

নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন,পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আমরা ব্যবসা করতে পারলে সবার ভাগ্য বদলে যাবে।

আরওপড়ুন<<>>নিজ দেশে ফিরতে চায় রোহিঙ্গারা: জাতিসংঘের মহাসচিব

ড. ইউনূস লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান, বিদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী কি না। কেননা কক্সবাজারের কৃষকদের উৎপাদিত লবণ এখন রফতানি করার সক্ষমতা রয়েছে।

পাইলট ভিত্তিতে কক্সবাজারে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বায়ুশক্তির (বায়ুপ্রবাহের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন) সম্ভাবনা সম্পর্কেও খোঁজ নেন তিনি।

স্থানীয় জনগণকে ভবিষ্যতে সুযোগগুলো কাজে লাগানোর আহবান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্যপ্রযুক্তিরও একটি শহর হতে পারে।
রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান তিনি।

মতবিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সামনে বিভিন্ন প্রস্তাব ও দাবি পেশ করেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়