Apan Desh | আপন দেশ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫১, ১৪ মার্চ ২০২৫

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। আগামীকাল শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধিরা অংশ নেবেন। শুক্রবার (১৪ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। এতে দলের মহাসচিবসহ বিএনপির প্রতিনিধিরা অংশ নেবেন।

আরওপড়ুন<<>>বিএনপি রাজপথের দল, মিডিয়ার তৈরি নয়: সোহেল

এর আগে ৪ দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সফরে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। এরমধ্যে রোহিঙ্গা পরিস্থিতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা ছাড়াও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতার বিষয়গুলো রয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়