
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
এ ঈদে না হোক, আগামী ঈদ রোহিঙ্গারা নিজের দেশেই করতে পারবেন এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে এ প্রত্যাশার কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা যেন আগামী বছর নিজ দেশ মায়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন। সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবো।
রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ড.ইউনূস বলেন, আল্লাহর কাছে দোয়া গরি সাম্মর বার যেন অনরা নিজর বাড়িত যাইয়ারে ঈদ গরিত পারন।
আরওপড়ুন<<>>‘আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে’
প্রধান উপদেষ্টা বলেন, মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। ঈদে মানুষ আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে। রোহিঙ্গাদের সে সুযোগও নেই।
উখিয়া ক্যাম্পে লাখো রোহিঙ্গাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।