
ছবি: আপন দেশ
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলাকারী ও পুলিশের সহযোগিতায় চলা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে শাস্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।
শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যদি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দ্রুত প্রত্যাহার করা না হয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করা হবে।
বক্তারা ময়মনসিংহ সার্কেলের ওসি উবায়দুর রহমান, আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া, তাদের সহযোগিতায় থাকা ভূমিদস্যু ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী মো. শহিদুল্লাহ, পেশাদার কিলার মোস্তাফিজুর রহমান রাসেল, মেহেদী হাসান রুবেল, রিফাত হাসান বাবুল, তানভীর হাসান সাগরের দৃষ্টান্ত মূলক শাস্তি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। প্রধান আলোচক ডি.এল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস বলেন, ঈশ্বরগঞ্জের পুলিশ ও সন্ত্রাসীরা এক হয়ে সাইদুর রহমানকে হত্যার ষড়যন্ত্র করছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সহসভাপতি বিপ্লব হোসেন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাজাহান মিয়া সম্রাট, সাংবাদিক নেতা রাজু আহমেদ, এডভোকেট আজমেরী বেগম ছন্দা, এডভোকেট মাহবুবসহ আরও অনেকে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।