Apan Desh | আপন দেশ

ধর্ষণ রোধে মহিলা জামায়াতের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ২১:২২, ১৫ মার্চ ২০২৫

ধর্ষণ রোধে মহিলা জামায়াতের মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

ধর্ষণের মামলায় ফাঁসির সাজা নির্ধারণসহ নারী ও শিশু নিপীড়ন রোধে ৫ দাবিতে মানববন্ধন করেছে জামায়াতের মহিলা বিভাগ।

শনিবার (১৫ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

এ সময় আছিয়া হত্যার মামলার রায় এক সপ্তাহের মধ্যে দেয়ার দাবি তোলেন জামায়াতের মহিলা বিভাগ। এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ফাঁসির দাবিও জানান উপস্থিত নারীরা।

এদিন জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন থেকে স্লোগান দেয়া হয়, ‘বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও', ‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে’, ‘ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল কর, করত হবে’, ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি দিবি, দিতে হবে’।

আরওপড়ুন<<>>বিএনপির পতন তখন থেকেই শুরু হয়: ফরহাদ মজহার

মানবন্ধনে বক্তারা বলেন, ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী। বিচারের দীর্ঘ সূত্রিতা পরিহার করারও দাবির পাশাপাশি ধর্ষণ মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধু মৃত্যুদণ্ডের বিধান করার দাবিও জানান তারা।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরন্নিসা সিদ্দিকা বলেন, মাগুরার শিশু আছিয়া হত্যার মামলার রায় এক সাপ্তাহের মধ্যে দিতে হবে। আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে। ধর্ষণের একমাত্র সাজা হবে ফাঁসি। ধর্ষকরা যুগে যুগে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ায় সমাজ থেকে ধর্ষণ দূর করা যায়নি। ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না। ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তির ঘোষণার বাস্তবায়ন চাই।

মানববন্ধনে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নাজমুন্নাহার নীল, মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান ও মার্জিয়া বেগম প্রমুখ।


আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়