Apan Desh | আপন দেশ

‘বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য করেছে তা প্রশংসনীয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৮, ১৫ মার্চ ২০২৫

‘বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য করেছে তা প্রশংসনীয়’

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সব ধরণের সহায়তা দেবে জাতিসংঘ —এমন মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের মানবিক মূল্যবোধের এক অন্যতম নিদর্শন। বিষয়টিকে অবহেলা করার সুযোগ নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য এখনও যা করেছে তা প্রশংসনীয়।

শনিবার (১৫ মার্চ) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বাংলাদেশে এসেছি। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মানবিক বিপর্যয় চলছে মন্তব্য করে তিনি আর ও বলেন, তাদের মানবিক সহায়তাকে প্রাধান্য দিতেই হবে। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের হাত বাড়ানোর আহবানও জানান অ্যান্তোনিও গুতেরেস।

আরওপড়ুন<<>>দ্রুত স্টারলিংকের লাইসেন্স পেতে যাচ্ছে বাংলাদেশ

জাতিসংঘ মহাসিচব বলেন, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগোতে বাংলাদেশের জনগণের আশাবাদ আমাকে চমৎকৃত করেছে। দেশটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। সংস্কার ও পরিবর্তনের পথে বাংলাদেশকে সব ধরনের সাহায্য করবে জাতিসংঘ।

শান্তিরক্ষা মিশন প্রসঙ্গে অ্যান্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষায় অন্যতম দেশ। শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা বিশ্বের অন্যতম বিপদসংকুল জায়গায় কাজ করে থাকে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘের সঙ্গে কাজ করছে বর্তমান সরকার। সংস্থাটি সংস্কারের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিষয়ে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়