Apan Desh | আপন দেশ

ডা. প্রাণ গোপালের মেয়েকে উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ১৬ মার্চ ২০২৫

ডা. প্রাণ গোপালের মেয়েকে উদ্ধার করল সেনাবাহিনী

ছবি: আপন দেশ

ছাত্র-জনতার হাতে অবরুদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার পর তাকে উদ্ধার করা হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার করে নিয়ে গেছে।

এর আগে রোববার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসলে তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে।

আরওপড়ুন<<>>কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রমাণ গায়েব

দুপুর সাড়ে তিনটা পর্যন্ত তিনি ওই কক্ষে অবরুদ্ধ ছিলেন। ডা. অনিন্দিতা দত্তের নামে জুলাইয়ে গণহত্যার অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, অবরুদ্ধ ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেবাবাহিনী। এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ সেখানে যায়নি। তার বিরুদ্ধে মামলা থাকলে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়