Apan Desh | আপন দেশ

‘জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাইয়ের চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৫, ১৬ মার্চ ২০২৫

‘জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাইয়ের চেষ্টা চলছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাইয়ের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর শান্তিনগরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, এমন কেউ কেউ চেতনার কথা শেখাচ্ছেন যারা আন্দোলনের আশেপাশেও ছিলেন না।

আরওপড়ুন<<>>৬২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

৭১ এর মুক্তিযুদ্ধের মালিকানাও একটি বিশেষ দল নিজেদের করে নিয়েছিল। যার ফল তারা ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের মানুষ খুন, হত্যা, লাঞ্ছনার শিকার হচ্ছে। আমরা এভাবে দেশকে কারও হাতে ছেড়ে দিতে পারি না। দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়