
ছবি : আপন দেশ
রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজির সময় চার ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনসাধারণ। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ন এঞ্জেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানায়, চার চাঁদাবাজকে আটকের পর বেঁধে রাখা হয়। পরে মারধর করে পুলিশে খবর দেন তারা। এরপর পল্টন থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাত পৌনে ১২টায় পল্টন থানা ডিউটি অফিসার জাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার চাঁদাবাজকে আটক করেছিল জনতা৷ পরে পুলিশকে খবর দেন তারা। এইমাত্র তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নাম ঠিকানা এখনো এন্ট্রি করা হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।