
ছবি: সংগৃহীত
রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে দেশি জাল নোট ও ভারতীয় রুপির জাল নোটসহ এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার দেশি জালা নোট এবং ৭৭ হাজার ১০০ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। এছাড়া একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরির প্রিন্টারের আটটি অব্যবহৃত কালি, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৭ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরওপড়ুন<<>>রাঙ্গামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু
তিনি জানান, রোবাবর (১৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে ওয়ারী থানার আর কে মিশন রোডের একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি চক্র ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পুলিশি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সাইদুর ও মেহেদী।
তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চক্রের আরেক সদস্য পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। আসন্ন ঈদকে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণ জাল নোট মজুত করেছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
গ্রেফতার দুজনহ পলাকত ব্যক্তির বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।