Apan Desh | আপন দেশ

‘মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বাংলাদেশের জন্য একটি বড় অর্জন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১, ১৭ মার্চ ২০২৫

‘মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বাংলাদেশের জন্য একটি বড় অর্জন’

এমভিসি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ফরিদা আখতার

গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর  দোরগোড়ায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের (এমভিসি) সেবা পৌঁছে দেয়ার আহবান জানিয়ে  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমভিসি একটি বড় অর্জন। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে মহাখালীস্হ প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে ১১৫টি উপজেলা প্রাণিসম্পদ দফতরে এমভিসি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রাণিসম্পদ উপদেষ্টা।

ফরিদা আখতার বলেন, এমভিসি গাড়ির মতো চার চাকা হলেও এটি গাড়ি নয়, এটি হচ্ছে একটি হাসপাতাল। যেখানে প্রাণি চিকিৎসার সকল কিছুই থাকছে। থাকছেন একজন সার্জনও। 
এ সময়ে উপদেষ্টা প্রাণিসম্পদ আধিফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, এ সেবাটি প্রত্যন্ত খামারিদের কাছে পৌঁছাতে হবে। এর অন্য কোনো ব্যবহার যাতে না হয় সেদিকে নজর দিতে হবে।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায়- আমরা বড় বা বাণিজ্যিক খামারগুলোকে সেবা দেই। এক্ষেত্রে তাদের সেবার পাশাপাশি গ্রামীণ এবং প্রত্যন্ত খামারিদের কাছে পৌঁছানের ব্যবস্থা নিতে হবে। তারা যাতে এ সেবার বিষয়ে জানতে পারেন তারও উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি।

আরওপড়ুন<<>>জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ মানছে না যুগ্মসচিব আশরাফ!

এমভিসি সেবা ফ্রি ও ভালো উদ্যোগ উল্লেখ করে ফরিদা আখতার বলেন, গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক হলেও আছে। এখন থেকে প্রাণির সেবায় চালু হচ্ছে এমভিসি। তবে এটির সেবা নিশ্চিত করার জন্য ভেটেরিনারি ডাক্তারদের সচেতন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

এতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিলুফা আক্তার, মৎস্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো.বয়জার রহমান,  প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, শৈলকূপা সম্মিলিত খামারি পরিষদ ও কৃষক ফেডারেশনের মুখপাত্র  মো. তানজীর আলম রবিন।

এ সময় প্রাণিসম্পদ অধিদফতর, বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরামর্শক, প্রাণিসম্পদ খাতের বিজ্ঞানী-গবেষক, উদ্যোক্তা এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিক গ্রহণকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও চালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়