Apan Desh | আপন দেশ

উপদেষ্টাদের বলব, মানুষের কল্যাণে কাজ করুন: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ১৭ মার্চ ২০২৫

উপদেষ্টাদের বলব, মানুষের কল্যাণে কাজ করুন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

জুলাই-আগস্টের যে চূড়ান্ত আন্দোলন, এটা ১৫ বছরের গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এ ১৫ বছরের মধ্যে ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই। আমি উপদেষ্টাদের বলব, যে কদিন আছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করুন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ধর্ষণের বিচার দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রিজভী।

আরওপড়ুন<<>>বিএনপিকে ফের মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী বিএনপির ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই-আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করতে চায়।

এ সময় তিনি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, এখন তো মিনিকেট চালের কেজি ৮৫ টাকা। আপনারা এদিকে নজর দিন। একেবারে মোটা চাল সেটার দামও ৫৬/৫৭ টাকা। এগুলোর দিকে নজর দিন।

রিজভী বলেন, ড. ইউনূস আপনি প্রধান উপদেষ্টা। মানুষের বিশ্বাস আছে আপনার ওপর। আমাদের বিশ্বাস, আপনার হাত দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়