Apan Desh | আপন দেশ

ঈদের কেনাকাটা ঘিরে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৫৫, ১৭ মার্চ ২০২৫

ঈদের কেনাকাটা ঘিরে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ফাইল ছবি

ঈদকে কেন্দ্র করে রাজধানীর সড়কে যানজট নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৭ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন মার্কেট কেন্দ্রিক কেনাকাটার জন্য বিপুল জনসমাগম হচ্ছে। বিভিন্ন মার্কেটে ঈদ কেনাকাটায় আসা জনসাধারণসহ ওই এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে নিম্নোক্ত ক্রসিংয়ে আগামী ২১ ও ২২ মার্চ ও ২৬ মার্চ থেকে ঈদের আগেরদিন পর্যন্ত প্রত্যেকদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সড়কে যানবাহনের চাপ বেশি হলে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য বা মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে নিম্নরূপ ডাইভারসন দেয়া হবে।

এ ক্রসিংগুলো হলো, সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ হয়ে পান্থপথ এলাকা, নিউমার্কেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা ও মিরপুরগামী যানবাহনকে ফার্মগেইট বা শাহবাগের দিকে ডাইভারসন দেওয়া হবে। পান্থপথ গ্রীণ রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনকে গ্রিন রোড, রাসেল স্কয়ার বা ফার্মগেইটের দিকে ডাইভারসন দেওয়া হবে। মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আসা সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহনকে সাইন্সল্যাব ক্রসিং হতে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারসন দেওয়া হবে। নিউমার্কেট ক্রসিংয়ে নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহন সমূহকে নিউমার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে পান্থপথ ও নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে বলবৎ করা হবে।

নগরবাসীকে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কেনাকাটা ছাড়া অন্যান্য যানবাহন আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রত্যেকদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আরও পড়ুন>>>নিয়োগ সুপারিশে নাহিদ-নুসরাতকে নিয়ে মুখ খুললেন মাসুদ

ডিএমপি বলছে, নিউমার্কেট ক্রসিং থেকে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন তৈরি করা হচ্ছে। সকল রিকশা চালক ও যাত্রীদের নির্দিষ্ট লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

এছাড়া পান্থপথ ও মিরপুর রোডে নিউমার্কেটের সামনে দিয়ে চলাচলকারী যানবাহনকে উপর্যুক্ত স্বল্প সময়ের ডাইভারসন ও মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় রিকশা লেন মেনে চলাচলের অনুরোধ করা হলো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়