Apan Desh | আপন দেশ

রাষ্ট্রের শুদ্ধির জন্য কোরআনের শাসন দরকার: অধ্যক্ষ ইউনুস

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ১৭ মার্চ ২০২৫

রাষ্ট্রের শুদ্ধির জন্য কোরআনের শাসন দরকার: অধ্যক্ষ ইউনুস

ছবি: আপন দেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, পরিবারে, সমাজ ও রাষ্ট্রের শুদ্ধির জন্য কোরআনের শাসন দরকার। তাহলে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। 

তিনি বলেন, সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানব রচিত কোনো মতবাদে বিশ্বাসী হতে পারে না।

সোমবার (১৭ মার্চ) সুপ্রীম কোর্ট বার ক্যান্টিনে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যক্ষ ইউনুস।
ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঈদের কেনাকাটা ঘিরে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

এতে সভাপতিত্ব করেন ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান। জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়েজীদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ,অ্যাডভোকেট মশিউর রহমান,অ্যাডভোকেট সরদার মানিক, অ্যাডভোকেট তোতা, অ্যাডভোকেট হানিফ,  অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট শেখ লুৎফর রহমান, অ্যাডভোকেট আ. হামিদ হোসেন, অ্যাডভোকেট বরকতউল্লাহ লতিফ, অ্যাডভোকেট আনিচুর রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইজারুল ইসলাম, অ্যাডভোকেট মো. বিল্লাল মজুমদারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়