Apan Desh | আপন দেশ

ওমরাহ ভিসা বন্ধ হয়নি: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৯, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ২২:৩২, ১৮ মার্চ ২০২৫

ওমরাহ ভিসা বন্ধ হয়নি: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবায়লয়ে ওমরাহ ভিসা জটিলতা বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

আ ফ ম খালিদ বলেন, ওমরার যেতে চেয়ে যারা টিকিক কেটেও যেতে চান না নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইনস জানিয়েছে, যারা রমজান মাসে যেতে ইচ্ছুক কিন্তু ভিসা পাননি, তারা আগামী জুলাইতে যেতে পারবেন।

আরওপড়ুন<<>>দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন: খন্দকার মোশাররফ

ধর্ম উপদেষ্টা বলেন, ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবার ওমরাহর জন্য যে পরিমাণ যাত্রী সৌদি আরব গেছে, তা অনেক বেশি। এজন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।

মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, হিযবুত তাহরীরের বিষয়ে কঠোর সরকার। তারা মিছিল করার চেষ্টা করেছে, সরকার ভণ্ডুল করে দিয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়