Apan Desh | আপন দেশ

সাবেক এমপি গোলাপের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১৯ মার্চ ২০২৫

সাবেক এমপি গোলাপের বিরুদ্ধে দুদকের মামলা

মোহাম্মদ আবদুস সোবহান মিয়া (গোলাপ)

মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুস সোবহান মিয়ার (গোলাপ) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট-বাড়ি ক্রয়সহ ৬৮ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ এমপি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন। বাংলাদেশি টাকায় যার মূল্য ৩২ কোটি টাকা।

আরওপড়ুন<<>>নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের ডাক সাবেক প্রধানমন্ত্রীর

অর্গানাইজ ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) প্রতিবেদন অনুযায়ী, ৪ মিলিয়ন ইউএস ডলারসহ স্থাবর সম্পদের মূল্য ৩২ কোটি টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৩৭ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকা।

এরমধ্যে ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এছাড়া ওই এমপির নামের ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

২০১৮ সালের ডিসেম্বরে আবদুস সোবহান মিয়া আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়