Apan Desh | আপন দেশ

ঈদে ইমাম-মুয়াজ্জিনরা পাচ্ছেন বিশেষ সম্মানি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৩৬, ২০ মার্চ ২০২৫

আপডেট: ২২:০৬, ২০ মার্চ ২০২৫

ঈদে ইমাম-মুয়াজ্জিনরা পাচ্ছেন বিশেষ সম্মানি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনরা পাবেন ‘ঈদ সম্মানি’। এ সম্মানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২০ মার্চ) নগরভবনের বুড়িগঙ্গা হলে ডিএসসিসির করপোরেশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মসজিদের ইমাম ৩ হাজার টাকা সম্মানি পাবেন। মুয়াজ্জিন পাবেন ১ হাজার ৫০০ টাকা করে সম্মানি। এছাড়া, সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্য ধর্মের অনুসারীদের ক্ষেত্রে বার্ষিক একবারের জন্য ৪ হাজার টাকার পরিবর্তে ৬ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগরবাসীর কবরস্থান সংক্রান্ত সেবাকে সহজতর করতে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধন করে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন>>>ঈদের চাঁদ ৩০ রমজানে দেখা যেতে পারে

সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালনা কমিটির ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়