
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংকট মোকাবিলায় দ্রুত নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, গণতন্ত্রের পথ উত্তরণে সবার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, আবেগের মধ্য দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। আমাদের বাস্তবাদী হয়ে সমস্যার সমাধান করতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নেবো না, যেটা আমাদের ভুল পথে নিয়ে যায়।
আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। একটি নতুন গণতান্ত্রিক সংসদ গঠন হবে সে প্রত্যাশা নিয়ে মানুষ ও গোটা জনগণ অপেক্ষা করছে।
সবাইকে দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এ সময়টা আমরা যে যেখানে আছি, সবাই দায়িত্বশীভাবে আমাদের দায়িত্ব পালন করবো। আমরা সবাই এমনভাবে কথা বলবো, কাজ করবো তা যেন আমাদের গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করে দেয়।
আরওপড়ুন<<>>‘আ. লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা যেন এমন কোনো পদক্ষেপ না নেই, যে পদক্ষেপ আমাদের কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে। জনগণের কাছেও আমাদের আহবান থাকবে, এ ট্রানজিশনাল সময়টাতে আমরা যেন ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার একই কথা বলছেন, আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই। আমরা যেন আমাদের সঠিক পথে পরিচালিত হই। বিশেষ করে উনি গত পরশু যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে যে উগ্রবাদের জন্ম হচ্ছে, এ উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে বিঘ্নিত করবে। আমরা যেন সে পথে না যাই।
তিনি জানান, বিভিন্ন মামলা ও নানা সমস্যার কারণে নির্বাসিত থাকলেও খুব শিগগিরই দেশে ফিরে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।