Apan Desh | আপন দেশ

রাজধানীতে আ.লীগের মিছিল, নারী নেত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪, ২১ মার্চ ২০২৫

আপডেট: ২১:১১, ২১ মার্চ ২০২৫

রাজধানীতে আ.লীগের মিছিল, নারী নেত্রীসহ আটক ৩

ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় আটক আওয়ামী লীগের নেতাকর্মীরা

রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতারির পর ২৫-৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আরওপড়ুন<<>>রাজধানীজুড়ে সতর্ক অবস্থান যৌথবাহিনীর

আটককৃতরা বলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মিছিলটি ‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।
 

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়