
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
রাজনৈতিক দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীতে নোফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে এ কথা জানান তিনি।
আরওপড়ুন<<>>আ.লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: ক্রীড়া উপদেষ্টা
তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার ও সংস্কার দৃশ্যমান হবে।
তিনি অভিযোগ করে বলেন, ’৭২ ও ’৭৫-এ দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয় এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে অন্তঃকোন্দলে ব্যস্ত না থেকে সবাইকে এক থাকার আহবান জানান তথ্য উপদেষ্টা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।