
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় মো. সেলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ৮টার দিকে সাংবাদিক প্লটের ৩নং ওয়াপদা বিল্ডি কাছে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিরপুর পল্লবী রোডের ১৫নং লাইনের গোলাম মোহাম্মদের ছেলে। তিনি একটি এমব্রয়ডারি দোকানে টেইলার মাস্টার হিসেবে কাজ করতেন।
আরওপড়ুন<<>>ফেসবুক লাইভে পুলিশকে হুমকি, সাংবাদিক গ্রেফতার
নিহতের ভাই মো. বুলু জানান, রাত ৮টার দিকে আমার ভাই এমব্রয়ডারি দোকানের কাজ শেষে মিরপুর-১১ নম্বরের রাস্তা দিয়ে বাসায় ফিরছিল। এ সময় পথে ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আমার ভাইকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।