Apan Desh | আপন দেশ

২০ সুপারিশ দিয়ে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:১২, ২২ মার্চ ২০২৫

২০ সুপারিশ দিয়ে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন 

ছবি: আপন দেশ

সংকট চিহ্নিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার (২২ মার্চ) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সদস্যরা প্রতিবেদন জমা দেন।

পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, ২০টি সুপারিশ দিয়েছেন তারা। ১২০ দিনের মধ্যে কাজ শেষ করেছে এ কমিশন। 

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। মালিকানার কারণেই গণমাধ্যমে জবাবদিহি নেই। গণমাধ্যম শিল্পের সংকটের পেছনে মালিকদের ভূমিকাই বড় বলে জানান তিনি।

আরও পড়ুন>>>সংস্কার-নির্বাচন প্রক্রিয়া দুটোই এক সঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল

কামাল আহমেদ বলেন, বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি ও বাংলাদেশ বেতার-টেলিভিশনে স্বায়ত্তশাসনের প্রস্তাব করেছে কমিশন। বাসস হয়েছে রাজনৈতিক কর্মীদের পুনর্বাসন কেন্দ্র। এটিকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূতের পরামর্শ দিয়েছে কমিশন।

সাংবাদিকতার সুরক্ষা আইনের সুপারিশ করা হয়েছে জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। তবে জাতীয় গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছে কমিশন।’

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়