Apan Desh | আপন দেশ

আ. লীগকে পুনর্বাসিত হতে দেয়া হবে না: এনসিপি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:২২, ২২ মার্চ ২০২৫

আপডেট: ২৩:০৫, ২২ মার্চ ২০২৫

আ. লীগকে পুনর্বাসিত হতে দেয়া হবে না: এনসিপি

ছবি: আপন দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া হবে না। রাজপথে জীবন দেয়া ভাইদের রক্তের শপথ নিয়ে বলছি, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে তাদের রাজনীতি করতে দেব না।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়।

আখতার হোসেন বলেন, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিদায় হয়নি। হাজারো মানুষের রক্তের বিনিময়ে এ খুনি-ফ্যাসিস্ট দলকে সরানো হয়েছে। আমাদের পুনর্জন্ম হলেও আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না।

আরও পড়ুন>>>আ. লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান

তিনি বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবার সাধারণ মানুষের জীবন বিপদের মুখে পড়েছে। দেশের মানুষ জীবন দিয়ে জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগ এ দেশে আর রাজনীতি করতে পারবে না।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, সাত মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু করেনি। আমরা সরকারের প্রতি আহবান জানাই, দলটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। অল্প সময়ের মধ্যে তাদের নিবন্ধন বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়