Apan Desh | আপন দেশ

এএসপি, ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিচার দাবি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৪৬, ২৩ মার্চ ২০২৫

এএসপি, ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিচার দাবি

ওসি ওবায়দুর রহমান, এ এসপি দেবাশীষ রায় ও ইনচার্জ গোলাম কিবরিয়া। সংগৃহীত ছবি

আওয়ামী সন্ত্রাসী ও অপরাধীদের প্রত্যক্ষ মদদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটনাতে সহায়তাকারী ফ্যাসিস্টের সুবিধাভোগী ৩ পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে লিখিত অভিযোগ দিয়েছে এক ভুক্তভোগী।

ওই ভুক্তভোগী হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মৃগালী গ্রামের মো.সাইদুর রহমান।

লিখিত অভিযোগে সাইদুর রহমান জানান, ৫ আগস্ট ফ্যাসিস্টের রানি শেখ হাসিনা ও তার মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে আছে। তারা আড়াঁলে থেকে সমাজ, গোষ্ঠি ও দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। এ চক্রের ৩ সদস্য ময়মনসিংহ পুলিশে কর্মরত।

তারা হলেন, ময়মনসিংহ জেলার গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ রায়,ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান এবং স্থানীয় আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া। তারা প্রশাসনের পদে বহাল থেকে পলাতক আওয়ামী লীর নেতাকর্মীদের বিভিন্নভাবে সহযোগী করছেন। পাশাপাশি মিথ্যা অভিযোগে সাধারণ মানুষকে হয়রানিসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে মদদ দিচ্ছে।

আরও পড়ুন<<>> জামালপুর জনস্বাস্থ্যের কোটিপতি অফিস সহকারী হোয়াইট বাবু ছায়া নির্বাহী!

তিনি আরও অভিযোগ করেন, আমি বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি ও ১৫ দলীয় সমমনা গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে সক্রিয় থেকে অসংখ্য মামলার আসামি হয়ে একাধিকবার হামলার শিকার হয়েছি। ওই সময় আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মৃগালী গ্রামে আওয়ামী লীগের সুবিধাভোগী দোসর পুলিশ কর্মকর্তা (অব:) শহীদুল্লাহ ও তার ৪ ছেলে অন্যায়ভাবে প্রভাব বিস্তার করে গ্রামের একাধিক নিরীহ মানুষের জমি জবরদখল করেছে। মিথ্যা ও গায়েবি মামলায় গ্রামবাসীকে হয়রানি করেছে। এসব ঘটনা অবগত হয়ে প্রতিবাদ করলে শহীদুল্লাহ আমাকেসহ গ্রামের অসংখ্য মানুষনকে আসামি করে ২৫টি মামলা এবং ২০টি মিথ্যা অভিযোগ দায়ের করে। পুলিশি তদন্ত ও আদালতের পর্যবেক্ষণে ইতোমধ্যে ২-৩টি জমি সংক্রান্ত সিভিল মামলা ছাড়া সকল মামলা ও অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।

দারোগা শহীদুল্লাহ ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী হওয়ার কারণে ৫ আগস্টের পর তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য শহীদুল্লাহ গংরা পালিয়ে থেকেও ওই পুলিশ কর্মকর্তাদের সহায়তায় আমাকেসহ এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে আবারও মিথ্যা অভিযোগ দয়ে হয়রানি করছে। এতে উল্লেখিত ওই ৩ পুলিশ কর্মকর্তাদের ভূমিকা ফ্যাসিস্ট দোসর দারোগা শহীদুল্লাহ ও তার ৪ ছেলেদের প্রতি পক্ষপাত সুলভ ও ষড়যন্ত্রমূলক।

সেজন্য আমার এ অভিযোগ সরেজমিনে তদন্তপূর্বক ওই পুলিশ কর্মকর্তারাসহ শহীদুল্লাহ ও তার সন্ত্রাসী ছেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাই।

 

উল্লেখ্য, দারোগা শহীদুল্লাহর ছেলেরা হত্যা, চুরি, ছিনতাই ও মাদকসহ অসংখ্য মামলার আসামি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়