
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতী সন্তান, তাদের মনোবল হারানোর কিছু নেই। সেনাবাহিনী তাদের পাশে থাকবে। জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৩ মার্চ) বিকেলে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ২শ জন জুলাই আহতকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
আরওপড়ুন<<>>‘আসুন সবাই মিলে জনগণের আশা-আকাঙ্ক্ষা নিয়ে কাজ করি’
ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা, বেসামরিক পরিমন্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশগ্রহণ করেন। আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।