Apan Desh | আপন দেশ

ড. ইউনূসের চীন সফর মাইলফলক হবে: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ২৩ মার্চ ২০২৫

ড. ইউনূসের চীন সফর মাইলফলক হবে: চীনা রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরওপড়ুন<<>>জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী

প্রধান উপদেষ্টার সফর নিয়ে চীন খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। এ সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সফরটি একটি মাইলফলক হবে।

ড. মুহাম্মদ ইউনূসের সফরের প্রতি ভারত ও যুক্তরাষ্ট্রের নজর থাকবে। এ বিষয়ে চীনের মন্তব্য জানতে চাইলে দেশটির রাষ্ট্রদূত বলেন, এ সফর খুব ফলপ্রসূ হবে। বাংলাদেশ ও চীনের উপকার কীসে হবে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়