
ফাইল ছবি
বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। লাল সবুজ দলের সাবেক অধিনায়কের অসুস্থতায় সারাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় তামিমের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।
সোমবার (২৪ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সাথে কথা বলেন। নিজাম জানান, তামিমকে হার্ট অ্যাটাকের পর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিমের এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম শেষে ব্লক ধরা পড়ায় একটি রিং পরানো হয়।
আরও পড়ুন<<>>সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
তিনি আরও জানান, তামিমের চিকিৎসকদের সঙ্গে বিসিবি নিয়মিত যোগাযোগ রেখেছে এবং খেলোয়াড়দের চিকিৎসায় যে কোন সহযোগিতা দিতে প্রস্তুত। তামিম ইকবালের স্বাস্থ্য নিয়ে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট রাখবেন।
তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-২০ আন্তর্জাতিক খেলেছেন এবং বিভিন্ন পর্যায়ে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।