Apan Desh | আপন দেশ

জরুরি অবস্থা জারির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ১৬:২৭, ২৪ মার্চ ২০২৫

জরুরি অবস্থা জারির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র সচিব

ছবি: সংগৃহীত

দেশে যেকোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে SOP (Standard Operating Procedure) স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।

এর আগে রোববার (২৩ মার্চ) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে।

আরওপড়ুন<<>>ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে ২৬ মার্চ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র এ সচিব বলেন, বিষয়টি গুজব। এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই। তিনি বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। ঈদের সময়ও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না।

চলতি মার্চ মাসের শেষের দিকে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালু হচ্ছে উল্লেখ করে সিনিয়র সচিব নাসিমুল গনি আরও বলেন, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারটা বাংলাদেশের বাইরে ছিল। বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস এতদিন নয়াদিল্লি থেকে হয়ে আসছিল।

তারা এ মাসের শেষ থেকে ঢাকায় কার্যক্রম শুরু করবে। ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়