Apan Desh | আপন দেশ

যান্ত্রিক ত্রুটিতে ২৭ মিনিট আটকা মেট্রোরেল, যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৫১, ২৪ মার্চ ২০২৫

যান্ত্রিক ত্রুটিতে ২৭ মিনিট আটকা মেট্রোরেল, যাত্রীদের ভোগান্তি

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা মেট্রোরেলের একটি ট্রেন প্রায় ২৭ মিনিট আটকা ছিল। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় এ সময় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।

সোমবার (২৪ মার্চ) পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, একটা ট্রেন ডিফেক্ট হয়েছিল। সে ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হয়েছে। বাকি ট্রেনগুলো চলাচল শুরু করেছে।

দায়িত্বশীল আরও একটি সূত্র জানিয়েছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

আরওপড়ুন<<>>আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের ঈদের ছুটি ৯ দিন

বিকাল পৌনে ৪টার দিকে দেখা যায়, কারওয়ান বাজার স্টেশনে যাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে মতিঝিলগামী ট্রেন। ভেতরে যাত্রীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। যেকোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে, এ আতঙ্কে কেউ নামছেন না। তবে বিকাল ৪টা ৮ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বলে স্টেশনের মাইকে প্রচার করা হয়।

এদিকে, মেট্রোরেল বন্ধ থাকায় নানা ভোগান্তির কথা উল্লেখ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করেন যাত্রীরা। তারা বলেন, পিক আওয়ারে মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় প্ল্যাটফর্মে যাত্রীদের সংখ্যা বেড়ে যায়। এতে ট্রেনে ওঠা নিয়ে সমস্যায় পড়তে হয়। এছাড়া বিভিন্ন স্টেশনে একক যাত্রার টিকিটের জন্যও লম্বা লাইন তৈরি হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়