Apan Desh | আপন দেশ

পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ ৪৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ২৫ মার্চ ২০২৫

পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ ৪৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি।

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত ডিআইজিসহ ৪৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে ১৯ জন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার ১৯ জন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

আরওপড়ুন<<>>মুখ বদলে পরিবহন খাতে চাঁদাবাজির দৌরাত্ম্য

প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ডিএমপিতে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে, এপিবিএন সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত ডিআইজি খো.ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‍্যাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এর আগে, পুলিশের ২০ জন অতিরিক্ত ডিআইজি ও ৩১ জন পুলিশ সুপারসহ ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়