Apan Desh | আপন দেশ

‘একাত্তর’ ‘চব্বিশ’ নিয়ে বিএনপি-এনসিপির বিতর্ক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:৫৯, ২৬ মার্চ ২০২৫

আপডেট: ১৯:১৪, ২৬ মার্চ ২০২৫

‘একাত্তর’ ‘চব্বিশ’ নিয়ে বিএনপি-এনসিপির বিতর্ক

মির্জা আব্বাস ও নাহিদ ইসলাম।

স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ অংশ নেয় জাতীয় স্মৃতিসৌধে। বৈষম্যমুক্ত ও বিভাজনহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। তবে এ দিনে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘একাত্তর’ ও ‘চব্বিশ’ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা। 

বুধবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা এমন কথা বলেন, তারা ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামকে খাটো করতে চান। 

আরও পড়ুন>>>দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই : মির্জা আব্বাস

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। তবে এটি কোনো দ্বিতীয় স্বাধীনতা নয়।

বিএনপির বক্তব্যের জবাব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ আলাদা কিছু নয়। একাত্তরে আমরা যা চেয়েছিলাম, চব্বিশে তা অর্জিত হয়েছে। যারা এটাকে পরস্পরবিরোধী করছে, তাদের উদ্দেশ্য অসৎ।

আরও পড়ুন>>>একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ ইসলাম

তিনি আরও বলেন, ক্ষমতায় বসার জন্য নির্বাচন চাপিয়ে দেয়া হলে তা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। সংবিধান আঁকড়ে ধরে পুরোনো বন্দোবস্তে ফিরে যাওয়ার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপনের শুরু হয় ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভোরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণও শ্রদ্ধা জানান।

পতাকা ও ফুল হাতে হাজারো মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় জমায়। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা ব্যানারসহ এসে শ্রদ্ধা নিবেদন করেন।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়