Apan Desh | আপন দেশ

‘জাতীয় স্বার্থে সবাইকে ঐকমত্যে পৌঁছানো জরুরি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ২৬ মার্চ ২০২৫

‘জাতীয় স্বার্থে সবাইকে ঐকমত্যে পৌঁছানো জরুরি’

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐকমত্যে পৌঁছানো জরুরি।

তিনি বলেন, জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্যে পৌঁছানো জরুরি। যদিও ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তবে মতপার্থক্য কমিয়ে জাতীয় স্বার্থে একত্রিত হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

আরওপড়ুন<<>>এভাবে চলতে থাকলে রেলের সার্ভিস বন্ধ হয়ে যাবে : উপদেষ্টা

রিজওয়ানা আরও বলেন, সুষ্ঠু বিচার ব্যবস্থার উন্নয়ন জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনগণের প্রত্যাশা পূরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, জুলাই-অগাস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করব, যেন জনগণ এ বিচারের মাধ্যমে ন্যায়বিচারের কিছুটা অনুভূতি পায় এবং আস্থার পরিবেশ সৃষ্টি হয়।

জাতীয় স্বার্থকে সবাই অগ্রাধিকার দেবেন এমন প্রত্যাশা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কারগুলো জনগণের চাহিদার ভিত্তিতেই এগিয়ে নেয়া হবে। সময়ের সঙ্গে সঙ্গে সব পক্ষ একত্রিত হবে এবং দেশের অগ্রগতির জন্য প্রয়োজনীয় ঐকমত্য গড়ে তুলবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়