
ফাইল ছবি
আসন্ন ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) উদযাপিত হতে পারে। এ তথ্য জানিয়েছে পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।
বুধবার (২৬ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন ও জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
সুপারকো জানায়, আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের নতুন চাঁদ উদিত হতে পারে। এরপর ৩০ মার্চ চাঁদ দেখা গেলে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, সুনির্দিষ্ট জ্যোতির্বিদ্যার মডেল অনুযায়ী ২৯ মার্চ বিকেল ৩:৫৮ মিনিটে শাওয়াল মাসের নতুন চাঁদের সংযোগ ঘটবে। তবে চাঁদ দেখা যাবে কিনা, তা নির্ভর করবে এর বয়স, সূর্য থেকে কৌণিক বিচ্ছেদ, সূর্যাস্তের সময় উচ্চতা ও বায়ুমণ্ডলীয় অবস্থার ওপর।
আরও পড়ুন>>>ঈদের চাঁদ ৩০ রমজানে দেখা যেতে পারে
সুপারকোর এ পূর্বাভাস পাকিস্তানের আবহাওয়া বিভাগের পূর্বাভাসের সঙ্গেও মিলেছে। আবহাওয়া বিভাগও জানিয়েছে, ৩০ মার্চ চাঁদ দেখা গেলে ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে।
ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তানে ইতোমধ্যে কেনাকাটা শুরু হয়ে গেছে। বাজারে ভিড় বাড়ছে, বিশেষ করে বড় শহরগুলোর মার্কেট ও বিপণিবিতানে মানুষের উপস্থিতি বেড়েছে।
সরকারি ছুটি, ঈদ জামাতের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। জনসমাগম বেশি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।