Apan Desh | আপন দেশ

‘কারখানার গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ২২:৩২, ২৭ মার্চ ২০২৫

‘কারখানার গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ’

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত টিএনজেড অ্যাপারেল লিমিটেডের শ্রমিকদের বেতন ও ভাতা কোম্পানির কারখানার গাড়ি বিক্রি করে পরিশোধ করা হয়েছে। জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় আরও তিনটি কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ১২ দশমিক ২৩ কোটি টাকা বরাদ্দ দেয়ার কথা জানান এ উপদেষ্টা।

শ্রম উপদেষ্টা বলেন, রোয়ার ফ্যাশন নামের প্রতিষ্ঠানের অনুকূলে তাদের শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে পাওনাদি পরিশোধের জন্য এরই মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপদকালীন হিসাব থেকে ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দেয়া হয়েছে। তবে এ উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসারিত করা যাবে না।

আরওপড়ুন<<>>ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ

এম সাখাওয়াত হোসেন বলেন, মঙ্গলবারের (২৫ মার্চ) সভার সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের অসন্তোষ নিরসনে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো লিমিটেডের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হয়েছে। এদেশে এমন ঘটনা এর আগে ঘটেছে কিনা, তা আমি জানি না। মালিক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে শ্রম উপদেষ্টা বলেন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, যার যা পাওনা পেয়ে যাবেন। বাকিরা যারা না পান, আজ বা কাল সকালে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করব। প্রায় সব সমস্যাই সমাধান হয়ে গেছে।

তিনি আরও বলেন, এ ঈদ অন্যান্য ঈদ থেকে অনেক ভালো। অন্যান্য বছরের তুলনায় শ্রমিক অসন্তোষ কম। পোশাকখাতের অনেকেই ভালো করছে। এ শিল্পটা বসে যায়নি, পোশাকশিল্পে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়