
কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেন
দেখতে দেখতে শেষ হয়ে এলো রমজান মাস। শেষ দশকের শেষ প্রান্তে এসে পৌঁছেছে পবিত্র এ মাস। ঘনিয়ে এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মস্থল ছেড়ে বাড়ির পথে মানুষ। অন্যান্য বছর ঈদে ঘরমুখো মানুষ যানজট, পরিবহন সঙ্কটসহ বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও এবার দেখা গেল ভিন্ন চিত্র। এখন পর্যন্ত ঈদযাত্রায় তেমন ভোগান্তি পড়তে হয়নি ঘরমুখো মানুষকে।
এবারের ঈদে টানা ৯ দিনের ছুটি শুরু হয়েছে শুক্রবার (২৮ মার্চ)। ঈদের ছুটির প্রথম দিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাড়ি ফেরা মানুষের ভিড় শুরু হয়েছে। যাত্রীদের চাপ বড়লেও রেলস্টেশন থেকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে ট্রেনের ভেতরে ও ছাদে রয়েছে ভিড়। বাস স্ট্যান্ডগুলোতেও যাত্রীদের চাপ থাকলেও নেই পরিবহন সংকট।
ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ভিড় আগের চেয়ে বাড়লেও নেই যানজট। ছোট বড় যানবাহনের চাপ বাড়ছে পদ্মা সেতুতেও। আর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কও এখনও স্বাভাবিক।
অন্যদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা বেড়েছে যাত্রী ও পরিবহনের চাপ। তবে অন্যান্যবার এ ঘাটে দীর্ঘ যানজট দেখা গেলেও এবার সে দৃশ্য আর চোখে পড়েনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।