Apan Desh | আপন দেশ

ব্যাংককে বৈঠক হচ্ছে না ইউনূস–মোদির 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ২৮ মার্চ ২০২৫

ব্যাংককে বৈঠক হচ্ছে না ইউনূস–মোদির 

ড.ইউনূস-নরেন্দ্র মোদি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের অবসরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকটি হচ্ছে না।

শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের অবসরে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদি দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে মোদির একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক হবে সেটি।

আরওপড়ুন<<>>নির্বাচিত সরকারই সব সংস্কার করবে: আমীর খসরু

দ্বিপক্ষীয় বৈঠক না হলেও ব্যাংককে মোদির সঙ্গে ড. ইউনূসের সঙ্গে কিছু সময়ের জন্য সৌজন্য সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে সরকারি বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে একই সম্মেলনে অংশ নেয়ায় দুই নেতার মধ্যে অবশ্য সৌজন্য বিনিময় হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও তা হবে অনানুষ্ঠানিক।

ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর পেরিয়ে গেছে প্রায় আট মাস। এ সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎ হয়নি এ দুই নেতার। যদিও ক্ষমতা গ্রহণের পর ড. ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি।

উল্লেখ্য, আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমসটেক সম্মেলন। প্রথম সম্মেলনের ২১ বছর পর ফের থাইল্যান্ডে হচ্ছে বঙ্গোপসাগর তীরবর্তী এ অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠক।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়