
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশ কোরআনের ঊর্বর ভূমি উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা আরবি না হওয়া সত্ত্বেও আমাদের ছোট্ট ছোট্ট ছেলে-মেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরবি ভাষাভাষীদের পরাজিত করে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অর্জন করছে। তাদের এ সাফল্যে আমরা গর্বিত।
তিনি আরও বলেন, ১৭ বছর ধরে পিএইচপি কোরআনের আলো এ দেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোরআনের পাখিদের খুঁজে বের করে আনছে। এ দেশের বিভিন্ন স্থানে প্রতিভা ছড়িয়ে আছে। পিএইচপি কোরআনের আলো সেসব প্রতিভাবানদেরকে বাছাই করে আনছে। এসব প্রতিযোগীকে অনেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।