Apan Desh | আপন দেশ

ঈদে ট্রেনের ফিরতি যাত্রা: ৮ এপ্রিলের টিকিট হচ্ছে আজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৮:৪০, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১১:১৯, ২৯ মার্চ ২০২৫

ঈদে ট্রেনের ফিরতি যাত্রা: ৮ এপ্রিলের টিকিট হচ্ছে আজ

ফাইল ছবি।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। গত ২৪ মার্চ থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন তারা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে ফের যার যার কর্মস্থলে ফিরবেন তারা। বিষয়টি মাথায় রেখেই ঈদ পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

এ অবস্থায় যারা আগামী ০৮ এপ্রিল ঈদপরবর্তী যাত্রা করবেন তারা শনিবার (২৯ মার্চ) অগ্রিম টিকিট কিনতে পারবেন।

এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে ০৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এ সময় পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

আরওপড়ুন<<>>মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১৪৪, আহত সাত শতাধিক

এর আগে রোববার (২৩ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা মোট ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে। যার মধ্যে শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া দুপুর ২টায় পূর্বাঞ্চলের ২৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

উল্লেখ্য, সোমবার (২৪ মার্চ) থেকে শুরু হয়েছে ঈদপরবর্তী যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়