
বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া। নতুন এ বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় চাকরির ওপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহবান জানান তিনি।
শনিবার (২৯ মার্চ) সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) সন্মানসূচক ডিগ্রি গ্রহণ করার পর নিজের বক্তব্যে এসব কথা বলেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, সঠিক সুযোগের উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরিব। কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটিই আমার দেশের জনগণের সকল সমস্যার মূল।
আরওপড়ুন<<>>বরগুনায় বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের
ড. ইউনূস বলেন, প্রতিটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার। তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে।
তিনি বলেন, চাকরি দাসপ্রথার চলমান ধারা, তবে মানবসত্তা স্বাধীন।
ড. মুহাম্মদ ইউনূস বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।