Apan Desh | আপন দেশ

ঈদ উপলক্ষে ২৪ কারাবন্দির মুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪, ৩০ মার্চ ২০২৫

ঈদ উপলক্ষে ২৪ কারাবন্দির মুক্তি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এ ২৪ জন বন্দি এরই মধ্যে মুক্তি পেয়ে কারাগার ত্যাগ করেছে।

শনিবার (২৯ মার্চ) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন কারাগার থেকে ঈদুল ফিতর উপলক্ষে ২৪ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ২২ জন বন্দিকে ৫৭৯ ধারায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেয়া হয়। এ ছাড়া আরও দুইজনকে ভালো কাজের জন্য মুক্তি দেয়া হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়