Apan Desh | আপন দেশ

‘ফাঁকা রাজধানীতে নাশকতার কোনো শঙ্কা নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ৩০ মার্চ ২০২৫

‘ফাঁকা রাজধানীতে নাশকতার কোনো শঙ্কা নেই’

ছবি: আপন দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ফাঁকা ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। জনগণকে নিয়ে যেকোনো নাশকতা প্রতিরোধ করা হবে।

রোববার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের একটি দলের নেতাকর্মীরা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জনগণের জান-মালের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় অপরাধীদের তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, রোববার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নাশকতা কিংবা হামলার কোনো শঙ্কা নাই। যাত্রাপথের মতোই মানুষ স্বস্তির সঙ্গে ঈদ পালন করবে। দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার কারণেই মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়