
ছবি: সংগৃহীত
ভয়াবহ ভূমিকম্পে তছনছ মিয়ানমার। এরই মধ্যে দেড় সহস্রাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। চারিদিকে ধ্বংসস্তূপ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক ও চিকিৎসা সহায়তা দিতে মিয়ানমারে রওনা করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল।
রোববার (৩০মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুকে এ সংক্রান্ত তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল (শনিবার) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিত দেয়য়া হয়য়। তাতে জানানো হয়েছিল, ‘ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ঔষধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা দিতে মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল।
প্রধান উপদেষ্টার নির্দেশে ঔষধ, তাবু, শুকনা খাবার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য রেসকিউ টিম ও মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর ০১টি সি-১৩০জে বিমান এবং আর্মি এভিয়েশনের ০১টি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান জরুরী ত্রাণ সামগ্রীসহ মায়ানমারের ইয়াংগুনের উদ্দেশ্যে রওনা করেছে।
উল্লেখ্য যে, গমনের আগে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন। তারা মিয়ানমারে জরুরী সহায়তা প্রদানকারী দলের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেন।
গত ২৮ মার্চ মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মায়ানমারে আজ নাগাদ প্রায় ১৬০০ জনের অধিক নিহত হয়েছে। ৩ হাজারের অধিক আহত হয়েছে বলে বিভিন্ন মিডিয়ায় জানা যায়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।