Apan Desh | আপন দেশ

মুসলিম উম্মার আনন্দের ঈদ উদযাপিত হচ্ছে উৎসাহ উদ্দীপনায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩, ৩১ মার্চ ২০২৫

মুসলিম উম্মার আনন্দের ঈদ উদযাপিত হচ্ছে উৎসাহ উদ্দীপনায়

ছবি: আপন দেশ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এল খুশির ঈদ। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এবার  সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদ আনন্দের দিন হলেও বিগত বছরগুলোতে মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব পালনে ছিল নানা বিধি-নিষেধ তথা কড়াকড়ি। ছিল ভয়, শঙ্কা ও গ্রেফতার আতঙ্ক। বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য দিনটি বয়ে আনত চাপা কষ্টের ও আতঙ্কের। কারণ উৎসবের দিনেও তারা পরিবারের সঙ্গে স্বাধীনভাবে দিনটি উদযাপন করতে পারেননি।

অনেকের ঈদ কেটেছে জেলখানায়। আবার অনেকে ছিলেন গুম, কেউ কেউ হয়েছে খুন। ফলে এসব পরিবারের সদস্যদের জন্য ঈদ আনন্দ বরং চাপা কষ্টের কারণ হয়ে দেখা দিত।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে এখন অবারিত স্বাধীনতা বিরাজ করছে। আর তার মধ্যেই এসেছে প্রথম ঈদ। গতকাল চাঁদ রাতেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহর-নগর কিংবা গ্রামাঞ্চলে ঈদুল ফিতরকে স্বাগত জানিয়ে মিছিল, আতশবাজি ও অন্যান্য আনন্দ-ফূর্তিতে মেতে উঠে মানুষ। আজ ঈদের দিনেও রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন ও সংস্থার উদ্যোগে ঈদ সেলিব্রেশনে নানা কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। কুশল বিনিময়, কোলাকুলি, স্বজনের কবর জিয়ারত, আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা সাক্ষাৎ করে আজ সময় পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেয়া হয়। এরপর থেকেই শুরু হয় সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়। রেডিও-টেলিভিশনে, বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কালজয়ী গান, ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’

রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে আসে। মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা চালান। পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের বিষয়। আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ। কারণ এ ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ ধনী-গরিবের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়